Friday 6 November 2020

ও মোর বানিয়া বন্ধুর

ও মোর বানিয়া বন্ধুরে.... একটা তাবিজ বানাইয়া দে একটা মাদুলী বানাইয়া দে ওরে ময়িয়া গিয়াছে বিয়ারও সোয়ামি স্বপনে আইসে ওরে ময়িয়া গিয়াছে বিয়ারও সোয়ামি স্বপনেআইসে যে জন সোনার বানিয়া হায় নিহিতি করে সোনার নাহাগ মোর ওজন করিয়া দেয় ও মোর সাধের বানিয়া রে.. ও মোর ভাবের বানিয়া রে.. ওরে সোনা রুপা মিশিল করে একটা তাবিজ বানাইয়া দে ওরে ময়িয়া গিয়াছে বিয়ারও সোয়ামি স্বপনে আইসে হাতের নিলোক মোর গোছার নিলো ঢাহাকা লুমুক নিধুয়াতে জাত মারিলো লোকের কথাতে হাতের নিলোক মোর গোছার নিলো ঢাহাকা লুমুক নিধুয়াতে জাত মারিলো লোকের কথাতে ও মোর ভাবের বানিয়া রে... ও মোর সাধের বানিয়া রে... ওরে দিবার চাইয়া নাকের নোলক নাই দিল মোরে... ওরে ময়িয়া গিয়াছে বিয়ারও সোয়ামি স্বপনে আইসে ও মোর বানিয়া বন্ধুরে.... একটা তাবিজ বানাইয়া দে

মালা কার লাগিয়া গাথিরে মালা

মালা কার লাগিয়া গাথিরে মালা কার লাগিয়া গাথি.... অজানা এক নদীর স্রোতে আমি হারায় আছি সাথি রে মালা কার লাগিয়া গাথিরে মালা কার লাগিয়া গাথি.... সবুজ ঘাসে বসতাম দুইজন ওরে সখিরে সুখের আঁচল পাতি ফুলে যেমন ভ্রমর এসে সইগো করে মাতা মাতিরে মালা কার লাগিয়া গাথিরে মালা কার লাগিয়া গাথি রোজ নিশীতে বাসর সাজাই ও সখিরে তুলে জুই মালতি বন্ধু বিনে একা একা আমার কেঁদে পোহায় রাতিরে মালা কার লাগিয়া গাথিরে মালা কার লাগিয়া গাথি...... মরন হইলে শান্তি পাইতাম হো হইতোরে কান্নার সমাপ্তি কানতে কানতে আলোর চোখে এখন নাই আর কোন জোতিরে মালা কার লাগিয়া গাথিরে মালা কার লাগিয়া গাথি..... অজানা এক নদীরে স্রোতে আমি হারায় আছি সাথিরে মালা কার লাগিয়া গাথিরে মালা কার লাগিয়া গাথি.....

সোনা বন্ধু তুই আমারে

সোনা বন্ধু তুই আমারে সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা মনেতো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধুর এমনই গুন জল দিলে নিভে না আগুন সোনা বন্ধুর এমনই গুন জল দিলে নিভে না আগুন কি দিয়ে নিভাবো আগুন আমায় একটু বলোনা মনেতো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা মনেতো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শ্বশী সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শ্বশী হাসিতে হইয়িলাম পাগল ঘরে থাকতে দিলানা মনেতো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা মনেতো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধুর প্রেমের তরী চালাই তারে কেমন করি সোনা বন্ধুর প্রেমের তরী চালাই তারে কেমন করি পাল তুলিয়া বইসা রইলাম মাঝির দেখা পাইলাম না মনেতো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা মনেতো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা মনেতো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা মনেতো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই আমারে

কি আছে জীবনে আমার

কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো,পাশে মরণে কি আছে জীবনে আমার... যদি তুমি না থাকো,পাশে মরণে কি আছে জীবনে আমার... তুমি আছো,সব আছে ভুবনে আমার তুমি নাই কিছু নাই ব্যাথারই পাহাড় তুমি আছো,সব আছে ভুবনে আমার.. তুমি নাই কিছু নাই ব্যাথারই পাহাড়.. তুমি ওগো,তুমি মোর,জীবনে মরণে.. কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো,পাশে মরণে কি আছে জীবনে আমার... তুমি ছায়া আমি কায়া,একই রুপের সরুল তুমি সুর,আমি বাঁশী,আহা কি অপরুপ তুমি ছায়া আমি কায়া,একই রুপের সরুল তুমি সুর,আমি বাঁশী,আহা কি অপরুপ তুমি ওগো তুমি মোর,শয়নে স্বপ্নে... কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো,পাশে মরণে কি আছে জীবনে আমার... যদি তুমি না থাকো,পাশে মরণে কি আছে জীবনে আমার...

লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে

লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে ও...লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে ও...লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে বৃষ্টি হইলে আকাশ মাটির হয়ে যায় মিলন হিয়ার মাঝে দেখলাম আমি চাঁদের কিরণ.. হয় না রূপের তুলনা পাই না খুজে উপমা লক্ষ কোটি চাঁদের আলোর উদয় হয়েছে না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে পথিক খোজে পথের দিশা চড়ুই খুজে খড় তোমার চোখে খুজি আমি ভালবাসার ঘর বিশ্বাস না হয় এসো না নিজের চোখে দেখ না হৃদয় সিংহাশনে আমার কে বসেছে না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে ও...লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে

Coming Soon