Friday 6 November 2020

লোকে বলে বলেরে

লোকে বলে বলেরে ঘর-বাড়ি ভালা নাই আমার লোকে বলে বলেরে ঘর-বাড়ি ভালা নাই আমার কি ঘর বানাইমু আমি কি ঘর বানাইমু আমি শূণ্যেরও মাঝার।। লোকে বলে বলেরে ঘর-বাড়ি ভালা নাই আমার লোকে বলে বলেরে ঘর-বাড়ি ভালা নাই আমার ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর আয়না দিয়া চাইয়া দেখি আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার।। লোকে বলে বলেরে ঘর-বাড়ি ভালা নাই আমার লোকে বলে বলেরে ঘর-বাড়ি ভালা নাই আমার এ ভাবিয়া হাসন রাজা ঘর-দুয়ার না বান্ধে এ ভাবিয়া হাসন রাজা ঘর-দুয়ার না বান্ধে কোথায় নিয়া রাখব কোথায় নিয়া রাখব আল্লায় তাই ভাবিয়া কান্দে।। লোকে বলে বলেরে ঘর-বাড়ি ভালা নাই আমার লোকে বলে বলেরে ঘর-বাড়ি ভালা নাই আমার জানত যদি হাসন রাজা বাঁচব কতদিন জানত যদি হাসন রাজা বাঁচব কতদিন বানাইত দালান-কোঠা বানাইত…

আমার বন্ধু দয়াময়

আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধুরে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় Follow me @__AzaMBashar কদম ডালে বইসারে বন্ধু ভাঙ্গ কদম্বের আগা কদম ডালে বইসারে বন্ধু ভাঙ্গ কদম্বের আগা শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা রে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় তমাল ডালে বইসারে বন্ধু বাজাও রঙের বাশি তমাল ডালে বইসারে বন্ধু বাজাও রঙের বাশি। সুর শুনিয়া রাধার মন হইলো যে উদাসি রে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় ভাই বেরাদার রমণ বলে মনে তে ভাবিয়া ভাই বেরাদার রমণ বলে মনে তে ভাবিয়া নিভা ছিল মনের আগুন কেদিলা ই জ্বালাইয়া রে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়

বন্ধুরে কই পাবো সখি গো

বন্ধুরে কই পাবো সখি গো সখি আমারে বলো না? আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা সাধে সাধে ঠেকছি ফাঁদে গো সখি দিলাম ষোল আনা আমার প্রাণ-পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা কী আগুন জ্বালাইলো বন্ধে গো সখি নিভাইলে নিভে না জল ঢালিলে দ্বিগুণ জ্বলে উপায় কি বলো না? আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা বাউল আব্দুল করিম বলে সখি অন্তরের বেদনা সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচিনা বন্ধুরে কই পাবো সখি গো সখি আমারে বলো না? আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তোর মন কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে বাধিরে বন্ধু —- ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি পাড়া পড়শী বাদী আমার বাদী কাল ননদী পাড়া পড়শী বাদী আমার বাদী কাল ননদী মরম জ্বালা সইতে নারি মরম জ্বালা সইতে নারি দিবা নিশি কাঁদিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি কারে কি বলিব আমি নিজেই অপরাধী কারে কি বলিব আমি নিজেই অপরাধী কেঁদে কেঁদে চোখের জলে কেঁদে কেঁদে চোখের জলে বহাইলাম নদী রে বন্ধু —- ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি পাগল আব্দুল করিম বলে হলো এ কী ব্যাধি পাগল আব্দুল করিম বলে হলো এ কী ব্যাধি তুমি বিনে...... এ ভুবনে তুমি বিনে এ ভুবনে কে আছে আছে ঔষধি রে বন্ধু —- ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তোর মন কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে বাধিরে বন্ধু —- ছেড়ে যাইবা যদি

আমি কুলহারা কলঙ্কিনী

আমি কুলহারা কলঙ্কিনী কুলহারা কলঙ্কিনী আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী আমি কুলহারা কলঙ্কিনী কুলহারা কলঙ্কিনী আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী প্রেম করে প্রাণবন্ধুর সনে যে দুঃখ পেয়েছি মনে প্রেম করে প্রাণবন্ধুর সনে যে দুঃখ পেয়েছি মনে আমার কেঁদে যায় দিন-রজনী আমার কেঁদে যায় দিন-রজনী আমারে কেউ আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী আমি কুলহারা কলঙ্কিনী আমি কুলহারা কলঙ্কিনী আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী প্রেম করা যে স্বর্গের খেলা বিচ্ছেদে হয় নরক জ্বালা প্রেম করা যে স্বর্গের খেলা বিচ্ছেদে হয় নরক জ্বালা আমার মন জানে, আমি জানি আমার মন জানে, আমি জানি আমারে কেউ আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী আমি কুলহারা কলঙ্কিনী আমি কুলহারা কলঙ্কিনী আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী সখি আমায় উপায় বলোনা এ জীবনে দূর হলোনা সখি আমায় উপায় বলোনা এ জীবনে দূর হলোনা বাউল করিমের পেরেশানি বাউল করিমের পেরেশানি আমারে কেউ আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী আমি কুলহারা কলঙ্কিনী কুলহারা কলঙ্কিনী আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

Thursday 15 October 2020

 Shah Abdul Karim


Shah Abdul Karim The Legend Of Bauls, He Was Born In The Off Ujhan Dhol, In The Town Of Derai In The District Of Sunamganj In Bangladesh. He Was One Of The Best Baul Song Writter Of Bangladesh And Hew Was Very Good For Singing Too. Enjoy One Of His Song....

Song: Tumi Amar Ami Tomar

Vocal: Bonna Talukdar

Lyrics: Shah Abdul Karim


Coming Soon